কতোদিন তোমাকে দেখি না!
কবিতা লেখি না।
তোমার ছবির পানে চেয়ে চেয়ে বুঁদ হয়ে পড়ে থাকি;
নাকি
স্বপ্নের ঘোরে
বহুদূরে
চলে যাই মত্ত যমুনার জোয়ারে ভেসে ভেসে।


দূরদেশে
এক রাজকন্যা থাকে;
নিত্যদিনই ডাকে
আমার ঘরের জানালায় উঁকি দিয়ে নিশির মতো।
যতো
কাছে যাই,
সহসাই
আঁধারে লুকায়;
নিশিকন্যাপ্রায়।


নিশিকন্যা!
রূপের বন্যা
ছড়িয়ে গোলাপ পারুলের বনে
আনমনে
গান গায়।
হেঁটে চলে যায়;
নাকি বাতাসে ভেসে চলে পরীদের মতো পাখা মেলে!
আমি হাঁটি, নাকি সাদা সাদা মেঘ ঠেলে
পিছে পিছে উড়ে চলি!
ফিসফিস করে কথা বলি
তার সাথে;
জোছনা ছড়ানো রাতে।


তোমার ছবিটি জড়িয়ে ধরে,
তোমার-আমার বাসর ঘরে
একা থাকি আর কতোকাল? কতো মধুরাত
শেষ হয়,আসে প্রভাত;
তুমি তো আসো না।
সোনা,
একবার ফিরে আসো;
শুধু আমাকেই ভালোবাসো।


রচনাকাল: ঢাকা, ০২ এপ্রিল ২০২০