দিন শেষে রাত আসে;
লক্ষ তারার মেলা জমে উঠে রূপালী আকাশে।
একটিই অপরূপা চাঁদ ভেসে যায়।
কোমল গান্ধারে কেউ যেন গান গায়
আমার অন্তরের মাঝে।
সেই সুর মনোরম হয়ে বাজে;
আহা!
'পিঁউ কাহা'
গেয়ে ফিরে রাতের পাখীরা।
শিরা উপশিরা
আর ধমনীতে কম্পন শুনি।
নির্ঘুম প্রহর গুনি
তোমার প্রতীক্ষায়।
কোথায় হারিয়ে যায়
প্রশান্তির ঢেউ।
চেয়ে দেখি কেউ
আসে কিনা আমার আঙিনায়;
তোমারি মতোন অপ্সরীপ্রায়
স্বপনের পরী কোনো নীল শাড়ী পড়ে,
সে আমারি ঘরে।
ভাবনায় তুমি ওগো রহস্যের রানী।
তোমারি মুখখানি
বারবার ভেসে উঠে চোখের কিনারে।
কে যায় আকাশে ভেসে, চাঁদ নাকি সেই 'তুমি', আমি ভালোবাসি যারে!
আমার আকাশ ছেড়ে কে উড়ে যায় বকপক্ষী হয়ে
ধবল জোছনায়! আমি যাবো রয়ে
বাঁশবাগানের নীচে এই ছোট্ট কুটিরে।
জানি আমি, ভালোবাসার টানে একদিন ঠিক তুমি আসবেই ফিরে।


রচনাকাল: ঢাকা, ১ সেপ্টেম্বর ২০১৯