একটি বসন্ত এসেছিলো জীবনে- এসেছিলো এক মধুরাত।
একটি সুর্য উঠেছিলো ভোরে- ঝলমলে সোনালী প্রভাত।


তুমি হেসেছিলে তাই হেসেছিলো চাঁদ
মনে জেগেছিলো ভালোবাসবার সাধ
আমার দু'চোখে রেখেছিলে চোখ- হাতে রেখেছিলে দুটি হাত।
একটি বসন্ত এসেছিলো জীবনে- এসেছিলো এক মধুরাত।


স্বপ্নেরা উড়েছিলো ডানা মেলে আকাশে
মহুয়ার বনে বনে ঝিরঝিরে বাতাসে
সেদিনই প্রথম আমার বাগানে ফুটেছিলো পারিজাত।
একটি সুর্য উঠেছিলো ভোরে- ঝলমলে সোনালী প্রভাত।


রচনাকাল: ঢাকা, ৩১ আগস্ট ২০০৮