প্রেমের পাঠ নেবো বলে তোমার আশ্রমে এলাম।
অনেক মানুষের ভিড়;
আমার দীক্ষা নেওয়া হবে কিনা কে জানে!
শিল্পী বানাচ্ছেন তোমার ভাস্কর্য,
চিত্রকর আঁকছেন নগ্ন ছবি।
সুরে সুরে বন্দনায় মগ্ন সুরসাকি;
কবি বলছেন শায়ের।
আমি শুধু বলছি বাহ্, বাহ্, মারহাবা, মারহাবা;
এর বেশি জানিনে কিছুই।


তবুও অপেক্ষায় আছি শুভদৃষ্টির;
তোমার চোখের পানে তাকিয়ে আছি পলকহীন।
এ এক কঠিন সাধনা জানি;
তবুও ফিরে যাবো না আমি।


রচনাকাল: ঢাকা, ০৩ মার্চ ২০২০