ফুলশয্যার রাত দেখেছিলাম আমি;
ফুলশয্যার রাতে ফুল ছুঁয়েছিলাম আমি।


ঘোড়ায় চড়ে এসে নেমেছিলো যুবক।
চোস্ত পাজামা পরা, পাঞ্জাবীতে কটি,
মাথায় সোনার মুকুট, পায়ে রাজার জুতো।
তোমার হাতে, এসেই, রেখেছিলো হাত,
পাঁজাকোলে করে নিয়েছিলো তুলে।
টগবগিয়ে ঘোড়া চলে দুলকি চালে;
থেমেছিলো এসে বাসর ঘরের দোরে।


সানাই বেজেছিলো, বেজেছিলো বাঁশি;
চাঁদের হাটের চাঁদ উঠেছিলো সেথায়।
রাত দুপুরে ঘরের দর্জা বন্ধ হলো;
বদ্ধ হাওয়া ঘরে বইলো এলোমেলো।


ফুলশয্যার রাত দেখেছিলাম আমি;
ফুলশয্যার রাতে ফুল ছুঁয়েছিলাম আমি।


রচনাকাল: ঢাকা, ২৫ ডিসেম্বর ২০১৯।