মাতৃগর্ভে ভ্রুণ থেকে বেড়ে উঠা শিশুটির মতো
অরূপের মাঝেই তোমার রূপান্তর, রূপবতী।
তোমার আর আমার অসংখ্য স্মৃতিকথার রূপান্তর যেমন উপন্যাস।
রহস্যের কিনারে থাকা দেখা না দেখার মিথ;
যৌগের মিথস্ক্রিয়ায় রূপান্তরিত বুদবুদের মতো।
সত্যি আর মিথ্যের মিশেলে আমাদের মিশে যাওয়া;
গভীর সমুদ্রে যেমন লবন আর পানি।


আমার চোখের অতলান্তে অস্পষ্ট তুমি;
বঙ্গোপসাগরের নীচে অতলস্পর্শী খাদ।
রূপ আর অরূপের মায়াজালে ভ্রমরের মতোই অস্থির আমি;
সাহারায় মরীচিকার পিছনে ছুটে চলা এক পিপাসার্ত পথিক।
তবুও তুমিই আমার গন্তব্যের শেষে রাতের বিশ্রামস্থল;
অদেখা সরাইখানার পরিপাটি বিছানা, ফুলশয্যার পালঙ্ক।


রচনাকাল: ঢাকা, ১৪ ডিসেম্বর ২০১৯।