অট্টালিকা আলোময় অন্ধকার রাতে;
চুর হয়ে ঢুলুঢুলু রাজার কুমার।
রেশমি বেলোয়ারি চুরি দুই হাতে;
গণিকারা গুনে যায় টাকা বেশুমার।


গণিকার নৃত্যকলা নর্তকীর ন্যায়;
ঝুম ঝুমা ঝুম বাজে পায়ের পায়েল।
মাধবীলতারা ভুলে ন্যায়-অন্যায়;
দুচোখের ইশারায় পুরুষ ঘায়েল।


কামুক পুরুষ যেনো তূণ ছাড়া তীর;
রতির আগুনে জ্বলে মরে অহর্নিশ।
কড়ি দিয়ে কিনে নেয় নারীর শরীর;
মধুর পেয়ালা ভেবে পান করে বিষ।


মদিরায় উষ্ণ গলা ওষ্ঠ ছেনেছুনে;
কামনায় কাঁপে দেহ দেহেরই ছোঁয়ায়।
কাঁচুলি লুটিয়ে পড়ে ঘরের এককোনে;
ঘাগরা দোপাট্টা উড়ে মাতাল হাওয়ায়।


নির্জীব অবশেষে পুরুষ-পাঙ্গব;
ঘামে ভিজে জবুথবু মাতাল চিবুক।
আলুথালু পড়ে রয় রমণীয় সব;
ক্লান্তিকর মনে হয় বিছানার সুখ।


রচনাকাল: ঢাকা, ০৮ ডিসেম্বর ২০২২।