গগনশিরীষ গগনে ফুটাও ফুল;
আকাশচুম্বী তোমার ইচ্ছেগুলো।
মাথা উঁচু করে দাঁড়াও অকম্পিত;
শিকড় মাটিতে, একথা কিভাবে ভুলো!


পাতায় পাতায় শিহরণ হিল্লোল;
দোল দোল দোল দোলো আনন্দে বায়ে।
পুষ্প-পত্রে মঞ্জরিত ডালপালা;
পথের পথিক প্রশান্ত তরুছায়ে।


তাকিয়ে দেখো না নীচে একবারও তুমি;
সবাইকে শুধু করে যাও অবহেলা।
কোমল মাটির গভীরে প্রোথিত মূল;
হেলে পড়ে যাবে, ক্রমশ বাড়ছে বেলা।


রচনাকাল: ঢাকা, ০৪ অক্টোবর ২০২২।