ধরণী কি দ্বিধা হবে, দেখি মিথ্যের আস্ফালন চারদিকে।
সত্যের সূর্য ঘন কুয়াশায় ঢাকা, আলো বড়ো ফিকে।
নির্মম আঘাত হানে উপকূল জুড়ে ঝড়-জলোচ্ছ্বাস।
প্রকৃতি বিপন্ন বড়ো, অস্থির পৃথিবীতে বৈরী বাতাস।
রূপ-রস-গন্ধ-স্বাদ হারিয়ে যে গেছে, শুধু কৃত্রিমতা।
বিষাক্ত রসায়নে ভরা ফল-ফুল,শুধু অস্বাভাবিকতা।
প্রেম-প্রীতিহীন সম্পর্কের ভারে ন্যূজ হৃদয়ের দেহ।
সমাজ-সংসারে কোথায় লুকালো সেই মায়াময় স্নেহ।
কোথায় খুঁজতে যাবো প্রশান্তির চাদরে ঘেরা সেই ঘর!
স্বার্থের দ্বন্দ্বে এখন কাছের মানুষও হয়ে যায় পর।
আমাদের এই প্রিয় পৃথিবীটা কখনো যাবে কি ফিরে
সোনালী অতীতে; ঘুরবে কি উজ্জল সূর্যকে ঘিরে?


রচনাকাল: ঢাকা, ৩১ ডিসেম্বর ২০১৮