নতুন করে ঘর বানালাম, আসবে নাকি সেই ঘরে;
এই ঘর তো ভেঙেই গেলো হঠাৎ আসা ঘূর্ণিঝড়ে।
এই ঘরে নেই আগের কিছুই, জলপানিতে ধ্বংসপ্রায়;
কাঁচের দেয়াল এক নিমিষেই ঝনঝনিয়ে, হায়, ভেঙে যায়।


নতুন ঘরের শক্ত দেয়াল, ইট-বালিতেই পলেস্তারা;
ঝাড়বাতি আর রঙের বাহার, চোখধাঁধানো নজরকাড়া।
রঙমহলের সব রয়েছে, সাজসজ্জা, সব আয়োজন;
ঘুঙুর পায়ে নাচবে তুমি, গান গাইবে ইচ্ছেমতোন।


ভয় পেয়ো না, থাকবো নাতো রঙমহলের কাছেধারে;
অনেক দূরে থাকবো আমি, দূরের কোনো সাগরপাড়ে।
মন যাকে চায় তাকে নিয়েই এসো তুমি সেই আসরে;
হাজার বছর থাকবে সুখে আমার গড়া নতুন ঘরে।


রচনাকাল: ঢাকা, ২৯ মার্চ ২০২৩।