এইতো সেদিন পাশাপাশি সাঁতার কাটলাম;
অগভীর নীল সমুদ্রে, সৈকত ঘেঁষে।
তুমি 'হ্যালো' বললে;
আমি উন্মাতাল হলাম।
তোমাকে ছুঁয়ে দিলাম;
নিজেকেও মেলে দিলাম অক্টোপাসের মতো।
ডুবসাঁতারে দুজনেই জড়িয়ে রাখলাম দুজনকে;
উষ্ণ আলিঙ্গনে।
চারদিকে সাঁতার কাটলো রঙিন সব মাছ;
খুনসুটিও করলো আমাদের সাথে।


একসময় ক্লান্ত হয়ে সৈকতে উঠে এলাম;
জনারণ্যে হারিয়ে গেলে তুমি।
জলকেলি হলো;
অতৃপ্ত বাসনা পূরণ হলো না!


রচনাকাল: ঢাকা, ০৫ জানুয়ারি ২০২১