ব্যাঘ্র ডাকে 'হালুম হুলুম', বিড়াল ডাকে 'মেউ';
শিয়াল ডাকে 'হুক্কা হুয়া', কুকুর ডাকে 'ঘেউ'।


চোরের মায়ের বড়ো গলা, আমরা সবাই জানি;
গাছের গোড়া কেটে আবার আগায় ঢালে পানি।


পাঁচমিশালি মাছে থাকে রাঘব বোয়াল, ঢেলা;
বড়বাড়ির লোকের থাকে গরীব ঘরের চেলা।


বড়োই কঠিন এই দুনিয়ার বেধ-ব্যবধান বোঝা;
বেঁকাতেরা ভিতরবাহির, দেখতে লাগে সোজা।


এত্তোকিছু বোঝার চেয়ে না বোঝাটাই ভালো;
অন্ধকারেই চুপসে থাকি, চাই না দিনের আলো।


রচনাকাল: ঢাকা, ২৫ আগস্ট ২০২০