হারিয়ে যেতে যেতে পথ ফিরে পাই শেষতক;
সেই চেনাজানা উঁচুনীচু আঁকাবাঁকা পথ।
পাহাড়ের কোলঘেষে বয়ে চলা স্ফটিকস্বচ্ছ ঝর্ণার ধারা;
আমাকে নিয়ে যায় উঠোনের গাছগাছালির ছায়।
তুমি বারান্দায় শীতলপাটির বিছানায় বসে;
ঘরের পাশেই ফুটে আছে থোকা থোকা সন্ধ্যামালতী ফুল।
রঙিন বাহারী ফুলে মৌমাছির আনাগোনা;
আমিও তোমার ডাকের অপেক্ষায়।


রচনাকাল: ঢাকা, ২১ এপ্রিল ২০২০