বুকের বামপাশটায় খুব যন্ত্রণা, ব্যথা বাম হাতেও।
বন্ধুরা বলে, নিশ্চয়ই হার্টের অসুখ; ডাক্তার দেখানো উচিত।
ভেবে পাইনা কি করা উচিত।
উচিত অনুচিতের বিতর্ক ছাপিয়ে প্রশ্ন জাগে মনে, 'কি লাভ'!
লাভক্ষতির হিসেব তো আমার কষার কথা নয়?
তুমি অংকে পাকা।
খেলোয়াড়ও।
খেলেছো আমার হৃদয় নিয়ে।
ইচ্ছে হলেই আদরে সোহাগে ভরিয়ে দিয়েছো সারারাত জেগে।
আবার দিনের আলোয় ফিরেও দেখোনি।
মানুষ রাতকানা হয় জানতাম।
প্রথম দিনকানা দেখেছি, তোমাকে।
এখন আবার নতুন উপস্বর্গ দেখা দিয়েছে, রাতেও দেখো না।
এভাবেই কেটে যাওয়া দিন আর রাতের জীবন ভালো লাগে না আর।
নির্ঘুম থাকি সারারাত আর দিনেও স্মৃতিকাতরতা যায় না মন থেকে।
হৃদয়ের এই যন্ত্রণা যার নিত্যদিনের, হার্টের অসুখ তার হতেই পারে।
এ অবস্থায় সবচেয়ে ভালো হলো হঠাৎ করেই ওপারে চলে যাওয়া।
হার্টের অসুখ ছাড়া আর ভালো ব্যবস্থা কি হতে পারে!


রচনাকাল: ঢাকা, ১৫ মার্চ ২০১৯