ফাগুনে আগুনে পুড়ে,
অঙ্গার দেহ জুড়ে;
চৈত্রের দাহ শুরু, এখনো হলো না দেখা।
কবিতা দিবসে আজ হলো না কবিতা লেখা।।


বৈশাখে এসো তবে,
কালবৈশাখী হবে;
আমার আকাশে হবে রুদ্র বজ্র রেখা।
বজ্র আগুনে জ্বলে হবেই কবিতা লেখা।।


এসো হে জ্যোতির্ময়,
সাথে নিয়ে বরাভয়;
বর্ষায় সুরে সুরে হবে সঙ্গীত শেখা।
হবেই হবেই জেনো, হবেই কবিতা লেখা।।


রচনাকাল: ঢাকা, ২১ মার্চ ২০২০