হুরমতি বাঈ এলো আকাশ থেকে নেমে;
পায়ের পায়েলে বাজে রুমঝুম রুমঝুম।
রঙমহলে রঙিন আলোর রোশনাই;
পেয়ালায় পেয়ালায় রঙিন শরাব।
শরাবির ইশারায় নেচে উঠে বাঈজীর হাতের আঙুল;
শরীরের বাঁকে বাঁকে ঢেউ তোলে জোয়ারের পানি।
সানাইয়ে বেজে উঠে সুর রাগ বসন্তবাহার;
বাতাসে বাতাসে ভেসে যায় দূরে বহুদূরে।
ফুলেরা হেসে উঠে, চঞ্চল প্রজাপতি;
পাখিরা গেয়ে উঠে, 'পিউ কাহা, পিউ কাহা'!


স্বপনের ঘোরে আমি তোমাকে দেখি;
বাহুলগ্না মায়াবিনী কোনো।


রচনাকাল: ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৯