ক্ষমতায় থেকে নেতা লিখে যায় ইতিহাস;
ভয়ে ভয়ে লোভে লোভে গিলে খায় পাতিহাঁস।
শিক্ষিত মূর্খরা একসাথে বাঁধে জোট;
ভোট ছাড়া নেতা জিতে, ইতিহাসে 'গণভোট'।


ইস্কুল রাস্তাটা গড়ে যায় কালাচাঁন;
ইতিহাসে লেখা হয় বানিয়েছে সোনাভান।
চোখে দেখা বহু কিছু ইতিহাসে লেখা নাই;
ইতিহাসে আজগুবি কেচ্ছারও দেখা পাই।


ইতিহাস ঘেটেঘুটে চুল জোরে খামচাও;
হাজারটা বই পড়ে ঘিলুটাকে গুলে খাও।
বক্তৃতা দাও গিয়ে যেমনটি মনে চায়;
ভয় নেই, কিছু কথা ইতিহাসে মিলে যায়।


ঘটনা রটনা রয় সময়ের বাঁকে বাঁকে;
কিছুটা সত্যি তবু ইতিহাসে লেখা থাকে।
ইতিহাস ছাড়া কোনো সভ্যতা জাগে নাই;
ভালো ইতিহাস পেতে ভালো নেতা লাগে, ভাই।


রচনাকাল: ঢাকা, ০৮ এপ্রিল ২০২২।