তেল নিয়ে খেল্ খেললো কারা, সবার চোখেই পরিস্কার;
ডলার নিয়ে খেলছে এবার, বলি,'প্রাসাদ গড়িস্ কার?'
যুদ্ধবাজে যুদ্ধ বাধায়, বিশ্বজুড়েই বাঁধলো গোল;
সব লোভীরা নিজে নিজেই বাজিয়ে যায় নিজের ঢোল।


খাদ্য ছাড়া বাঁচবে না কেউ, ডলার ছাড়াও চলবে না;
যুদ্ধবাজের আত্মা কঠিন, ভালো কথায় গলবে না।
বিশ্বজুড়েই এই বিপদে জ্বলবে আগুন, পুড়বে দেশ;
মানবতার মৃত্যু হবে, সুখশান্তিও হবেই শেষ!


বাঁচতে হলে ডলার বাঁচাও, ঘি খাওয়াটাও বন্ধ হোক;
চোখ টাটানো বন্ধ করো, ঠুলি পরেই ঢাকবে চোখ।  
'করোনা'তেও শিখলো না কেউ, ছিলোও অনেক শিক্ষার;
যুদ্ধবাজ সব নেতাকেই জানাই হাজার ধিক্কার।


রচনাকাল: ঢাকা, ২০ মে ২০২২।