অনন্ত ভালোবাসা
ছাড়ে না আশা,
যায় নাতো দিক ভুলে।
যতোই চড়াতে চাও তাকে শূলে,
দিতে চাও তাকে মৃত্যুর স্বাদ;
তার ভালোবাসবার সাধ
কখনো যাবে না মরে।
যাবে না সে সরে
প্রিয়তমের পথ থেকে;
শিরদাড়া তার যাবে না তো বেঁকে।
মৃত্যুর অধিক যদি থেকে থাকে কিছু,
বিষযুক্ত তীর নিয়ে ছুটে পিছু পিছু;
সে নির্লিপ্ত রবে, তবু
লক্ষ্য হারাবে না কভু।
প্রিয়মুখ রয়ে যাবে দৃষ্টির সীমানায় আজীবন;
এ ভালোবাসার মরণ পণ,
ধনুকের মতো। ফিরে যাও, ফিরে যাও তুমি আপন ভুবনে;
বৃথা এ সাধনা তোমার; ভঙ্গ দাও এই অসম রণে;
আমার ভালোবাসা আমারই রবে।
কখনো না হবে
তোমার ইচ্ছে পূরণ;
কখনো পাবে না তুমি তার মন।
আমি যাকে ভালোবাসি;
কখনো হবে না মলিন তার হাসি।
ভালোবাসারও অধিক ভালোবাসা,
আশারও অধিক আশা,
আমাদের দুজনের দুটি মন ঘিরে;
নিষ্ঠুর হৃদয়হীন, যাও তুমি ফিরে।


রচনা কাল: মাসুন্দিয়া (পাবনা), ১৩ ফেব্রুয়ারি ২০২০