কেমন আছো সোনা,
কি ভাবছো?
নিজেকে বাঁচাতে স্বেচ্ছা অন্তরীণে রয়েছি বহুদূরে,
দুজনেই।


বাঁচবো তো?
নাকি শ্বাসকষ্টে থেমে যাবে শেষ নিশ্বাস!
আবার হবে কি দেখা;
নাকি এটিই হবে তোমাকে লেখা শেষ চিঠি!


আরো কিছুদিন বাঁচতে ইচ্ছে করে;
তোমার হাতে হাত রেখে আবার ঘুরে বেড়ানোর বড় সাধ।
নির্মম ঘাতক দেবে কি সে সুযোগ;
তোমাকে আমাকে!
নাকি হারিয়ে যাবো অচেনা পথে;
যে পথ খুঁজে পাবে না কেউ কোনোদিনও।


রচনাকাল: ঢাকা, ০৬ এপ্রিল ২০২০