আমার অখন্ড অবসর।
তাই হয়তো তোকে নিয়ে এতো ভাবি।
ব্যস্ত থাকিস্।
তোর সময় হয় না।
ভাববি কখন!


সময় আছে, তাই আকাশ দেখি।
সাদা কালো আকাশ, নীল আকাশ।
কখনো বা নানান রঙের মিশেলে ছবির মতো আকাশ।
কালো মেঘে ছেঁয়ে যাওয়া আকাশও দেখি।
তোর হয়তো সময়ই হয় না এসব দেখার।
ফুল পাখি প্রজাপতি?
সেসব কেউ এখন অবাক হয়ে দেখে নাকি, বোকা?


একটা সময় ছিলো,
যখন আমার হাতে হাত আর চোখে চোখ রেখে তাকিয়ে থাকতিস্।
আর আকাশ ফুল প্রজাপতি পাখি দেখতিস্ অবাক হয়ে।
যেদিন গেছে, সেদিন তো একেবারেই গেছে।


রচনাকাল: ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০১৯