লজ্জাবতী, লজ্জা কেনো পাও;
ভুল ঠিকানায় ভিড়িয়েছিলে 'নাও'?
ভরা নদীর উছলে উঠা বান;
দুকূল ভেঙে করেছে খানখান?

আগুন ছিলো তোমার দেহের বাঁকে;
ফাগুন ছিলো লাল গোলাপের শাখে।
দুষ্ট ভ্রমর বসলো এসে ডালে;
ভালোবাসা পায়নি কোনোকালে।


খেয়েই গেলো ফুলের মিষ্টি মধু;
বললো মুখে, 'ওগো, প্রিয়া, বঁধু'।
মিথ্যেবাদীর মনভুলানো কথা;
শুধুই যে তার অসার বাচালতা।


তোমার বাগান করলো এলোমেলো;
বুঝতে তোমার একটু দেরি হলো।
বেশ করেছো তাড়িয়ে দিয়ে তাকে;
ফের যেয়ো না, আবার যদি ডাকে।


রচনাকাল: ঢাকা, ২৩ মার্চ ২০২৩।