অন্ধকারের আলোয় উদ্ভাসিত দ্যুতিময় মুখ;
গভীর ঘুমে কিংবা কোমায় স্বপ্ন হয়ে আসবে জানি।
যদি শেষ ঘুম নাও ভাঙে, সাথে থেকো এমনি করেই;
আমার হারিয়ে যাওয়ার দিনে তুমিও হারিয়ে যেও।
আমাদের চেনা আর জানা লোকালয় থেকে;
অনেক দূরে অচেনা কোথাও চলে যেও তুমি।


এখানকার বাতাস তোমাকে বিব্রত করতে পারে;
এলোমেলো করে দিতে পারে পরিপাটি কালোচুল।
এখানকার গোলাপ, হাসনাহেনা, জিনিয়া কিংবা অলকানন্দা;
তোমার খোঁপায় বেমানান মনে হতে পারে।
তুমি তোমার এই সৌন্দর্য্য ধরে রেখো আজীবন;
আমি পাশে থাকি আর না-ই থাকি।


রচনাকাল: ঢাকা, ২৪ জানুয়ারি ২০২২।