আঁধারের রূপ আছে; ছায়ারও থাকে ছায়া।
অন্ধকারে চোখে দেখে মন; তোমার মনের করে সন্ধান।
তুমি চোখের আড়াল হলে নিভিয়ে দেই বাতি;
স্মৃতির অরণ্যে খুঁজি তোমার ছবিটি, আঁধারেই খুঁজে পাই।
অমাবস্যার কালো রাতও আমার খুব প্রিয়;
জোনাকির আলোয় দেখি বসে আছো পাশে।


রচনাকাল: ঢাকা, ১৮ নভেম্বর ২০১৯