যুদ্ধ নয় আর সন্ধি,
তোমার হাতের তালুতে হোক না আমার এ জীবন বন্দি।
ভালোবাসার এই ফাঁদে,
আটকে পড়ার আনন্দে মন আজ বিরহীর মতো কাঁদে।
শুভ্র সমুজ্জ্বল
অশ্রুবিন্দু রত্নের মতো দুই চোখে টলমল।
নাহয় বেসো না ভালো,
দূর থেকে তুমি আমার ভুবনে আলোকের শিখা জ্বালো।
হারানোর কিছু নাই,
দহনে দহনে পুড়ে পুড়ে আমি হয়তোবা হবো ছাই।
সে আগুন যাবে নিভে,
আমার দেহের ছাইভস্ম তো বাতাসে উড়িয়ে দিবে!
আকাশের চাঁদ হয়ে,
পৃথিবীর পানে চেয়ে চেয়ে আমি প্রতিদিনই যাবো ক্ষয়ে।
অনাগত একদিন,
আমি জানি তুমি শোধ করে দেবে ভালোবাসার এই ঋণ!


রচনাকাল: ঢাকা, ০৪ নভেম্বর ২০১৮