কাকের স্বপ্ন রসাতলে, আহার গেলো জলে;
শিয়াল খেলো গোশত মুখে মিষ্টি কথা বলে।
কাকের 'কা কা' নয়তো কাকা ভাই বেরাদর কারো;
বোকার সেরা কাককে সবাই 'ছাগল' বলতে পারো।


কোকিল ডাকে মিষ্টি সুরে ফাল্গুন-চইত মাসে;
তলে তলে কাকের বাসায় ডিম্ব পেড়ে আসে।
কাকের বাসায় কোকিল ছানা বেড়ে উঠে রোজই;
স্বার্থ খোঁজায় অকর্মাদের ছলচাতুরিই পুঁজি।


সব মানুষের প্রিয় কোকিল, কাককে করে তাড়া;
ভালো মানুষ এই সমাজে বড়োই হতচ্ছাড়া।
দুষ্ট লোকের মিষ্ট কথায় কুট বুদ্ধির চাল ;
অতি চালাক লোকের জন্য সমাজ বেসামাল।


রচনাকাল: ঢাকা, ০১ এপ্রিল ২০২২।