নিরাসক্ত ভালোবাসা তোমার;
নির্বিষ সাপের ছোবলে কেউ মরে না জানি।
তবুও তো ভালোবাসা এমনি করেই হয়;
আমার জীবনের কিছুটা সময় না হয় কেটেই গেলো বৃথা স্বপ্ন দেখে!
তোমার ভালো থাকাটা দেখেও আমার আনন্দ হতে পারে;
ভালোবাসার নানা রূপ থাকে।
লাল, গোলাপী, হলুদ, আরো আরো অনেক রঙের গোলাপ ফুটে সুখী মানুষদের বাগানে।
আমার বাগানে শুধুই কালো গোলাপ,
জোছনার আলোতেও কালোই দেখায়।


রচনাকাল: ঢাকা, ১২ নভেম্বর ২০১৯