কামসূত্রের পাঠ হবে না এখানে;
হতে হবে গুহাবাসী।
বস্ত্রহীন জীবনের দীক্ষা নেবে চলো;
আদি পিতামহ আর পিতামহী দেবেন চারুপাঠ।
কামকলার নানা উপাচারে ভরা কামিনীর গৃহ;
আঁকাবাঁকা শরীরের নানা কসরত এখনো সেখানে রয়েছে আঁকা।


পাথরে পাথর ঘষে জ্বালাবো আগুন;
শরীরে শরীর ঘষে নিভাবো আগুন।


রচনাকাল: ঢাকা, ২০ ডিসেম্বর ২০১৯