খাল পার অইয়া ভুরা(ভেলা) লাত্তি;
আমার বাড়িত্ লাল বাত্তি।
আমার কলার গাছের ভুরা;
হেই ভুরাতে পার অস্ তোরা।


ভুরায় লাত্তি মারস্ ঠাইস্যা;
ভুরা যায় গা সোতে ভাইস্যা।
কলাও গেলো, ভুরাও গেলো;
বান্দরনী মুখ ভেংচাইলো।


টিপ্পা ধরস্ আমার গলা;
আবার তোগোই লাম্বা গলা।
দিন ফুরাইলে অইবো রাইত;
তহন ঠিকঅই অইবি কাইত।


রচনাকাল: ঢাকা, ০১ জানুয়ারি ২০২৩।