বলছে সবাই, 'খেলা হবে।' কেমন খেলা?
ইবলিশেরাই খেলবে, সাথে থাকবে চেলা?
এক তরফেই খেলবে, নাকি দুই তরফে?
আগুন নিয়েই খেলবে বুঝি 'চাঁই বরফ'এ?


বরফ গলে জল গড়ালেই আগুন নিভে?
লোভের আগুন লকলকিয়ে জ্বলছে জিভে!
মুনাফাখোর আগুন জ্বালে তেল-চিনিতে;
আমজনতা ঘামতে থাকে মাঘের শীতে।


বকধার্মিক ধ্যানে বসে হিসেব কষে;
একশ বছর পরে পিঠা ভিজবে রসে।
সেই কটা দিন সবুর করো রশুন বুনে;
হাড়-মাংসের দেহে বাসা বাঁধবে ঘুনে।


খেলা হবে, সেই খেলাতে জিতবে কারা?
দুর্নীতিবাজ, আমলা, নফর, সর্বহারা?
সবহারাদের নেই হারানোর কিছুই এখন;
কোকিল সাজা কাকের ঠোঁটেই গোস্ত-মাখন।


রচনাকাল: ঢাকা, ২১ মার্চ ২০২৩।