নপুংসকও কামসূত্রের পাঠ নিতে কামরূপে যায়;
নির্বীর্য বীর্যলাভে যাদুটোনা শিখে কামাক্ষায়।
বীর্য চায় নপুংসক, পুষ্ট বীর্য, চায় রতিসুখ;
বন্ধ্যা চায় প্রস্ফুটিত ডিম, চায় সুখের অসুখ।


সক্ষমেরা লীলা করে, অভিনেতা, ক্রুর হাসি হাসে;
ক্ষুধার্ত অক্ষমেরা মনপ্রাণে নিত্য ভালোবাসে।
প্রেম-প্রীতি-ভালোবাসা বিলাস আর ব্যসনের ফাঁদে;
তারপরও ফরহাদ, সেলিম আর মজনুরা কাঁদে।


রচনাকাল: ঢাকা, ২০ ডিসেম্বর ২০২১।