খুব আনন্দের ছিলো; খুব জোশের ছিলো কাল সারারাত।
চাঁদ কি উঠেছিলো পূর্ব গগনে?
আকাশে ছিলো কি তারা?
বাতাসে ছিলো কি হাসনাহেনা কিংবা কামিনী ফুলের সুবাস?
বিছানায় ছিলো কি ফুলের পাপড়ি,
চাদরে কারুকাজ?
কিছুই জানি না আমি।


তুমি এসেছিলে, বসেছিলে পাশে দুই চোখে চোখ রেখে।
তোমার গোলাপী ঠোঁটে ভর করেছিলো আমার দুঠোঁট।
চুম্বনে চুম্বনে লাল হয়ে উঠেছিলো তোমার আপেলের মতো টসটসে গাল;
মাতাল মদীরা আমার সারা শরীরে শিহরণ বইয়ে দিয়েছিলো।
উষ্ণতায় উষ্ণতায় ঘাম জবুথবু সারা অঙ্গে কিসের জোয়ার বয়েছিলো, সোনা?


তোমার অনন্ত ভালোবাসা কোন্ রূপে আমার উপর ভর করেছিলো কাল রাতে?
কি আনন্দে ভেসেছিলাম অন্তহীন আকাশের অনেক উপরে?
কি মায়ায় উম্মাতাল হয়ে উঠেছিলাম আমি?
কোথায় হারিয়ে গিয়েছিলাম তোমার বুকে বুক রেখে?
সে তুমিই জানো, শুধু তুমিই জানো।


রচনাকাল: ঢাকা, ৪ জুন ২০১৯