অরণ্যে হারিয়ে যাবো, নাকি নিরুদ্দেশ হবো!
অন্য কোনো গ্রহে চলে যাবো কিনা ভাবছি তাও।
প্রেমহীন প্রীতিহীন এ জীবন বড়ো নিরর্থক।
গোলাপের নির্যাস আজ তৈরি হয় ঘরে, গোলাপ লাগে না।
বাগানের নেই প্রয়োজন, ঘরেই কাগজের রকমারি ফুল।


কি কাজ আমার তবে, আমি বনমালী?
চলে যাবো তাই দৃষ্টির আড়ালে সবার।


রচনাকাল: ঢাকা, ২৪ ডিসেম্বর ২০১৯