পতিত সমাজে আজ অসংখ্য পতিতা;
চোরে চোরে মাসতুতো, দুর্জনের মিতা।
বৈরী পরিবেশে জন্মে বিকলাঙ্গ শিশু;
নীতিহীন ভোগবাদী সমাজের 'যিশু'।


আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে ক্ষমতার মোহ;
তেজদীপ্ত মহাবীর নেই, নেই দ্রোহ।
পথভ্রষ্ট পথে পথে লালবাত্তি নিয়ে;
অন্ধ কোথা পাবে দিশা পথ হাতরিয়ে!


বিজ্ঞজন অভাজন প্রতি পদে পদে;
লুটেরা মত্ত থাকে নিত্য ভোগএ, মদে।
চরিত্রহীনেরা বলে বড়ো বড়ো কথা;
নীতিবাক্য গতিহীন, সত্যে অসাড়তা।


যুক্তিবাদী মতিভ্রমএ, মুক্তি মিলে নাতো;
কুটিলের হাতে বান্ধা সরলের হাতও।
চারদিকে অন্ধকার, বুকে জমা ক্রোধ;
কি করে সমাজ পাবে মানবিক বোধ!


রচনাকাল: ঢাকা, ১৬ নভেম্বর ২০২১।