রাজকবি বলেন, 'আমার বাদশা নামদার;
জ্ঞানে গুণে দানে ত্যাগে মহিমা অপার।
জ্ঞানদান করেন তিনি জ্যোতিষীর মতো;
কর গুণে গুণে নেন খাজনাপাতি যতো।


প্রজাকে বেত্রাঘাত দান করেন রেগে;
মলমূত্র ত্যাগ করেন সারারাত্রি জেগে।
যুগ যুগ বেঁচে থাকুন বাদশা নামদার;
সভাকবির পদ ছাড়া চাই না কিছু আর।'


রাজ্য সভাকবি করেন তেল মারার কাজ;
পোশাকে-আশাকে তাঁর ভাঙে নাতো ভাঁজ।
চলনে বলনে যেনো বিশ্বজয়ী কেউ;
পালিত কুকুর এক, ধুরন্ধর ফেউ।


*      *      *      *      *     *          


দেশ নিয়ে ভাবেন যাঁরা সেই সব কবি,
দিনরাত্র লিখে যান প্রকৃতির ছবি।
সাধারণ মানুষের সুখদুঃখ নিয়ে;
আনন্দে কষ্টে লিখেন মনপ্রাণ দিয়ে।


নিজের সংসারে থাকে অভাব অনটন;
আত্মসম্মান নিয়ে আত্মমগ্ন র'ন।
লিখে যান কালজয়ী কথা কবিতাতে;
মানুষের ভালোবাসা থাকে তাঁর সাথে।


রচনাকাল: ঢাকা, ০৮ সেপ্টেম্বর ২০২০