বজ্রযোগিনী হয়ে কবিতা জ্বলে না আর;
নজরুল নেই বলে!
চারদিকে কতো যুদ্ধ, দুঃসহ হাহাকার;
সমাজটাও টলমলে।
দায়হীন কবিতায় নিষ্ফল ভালোবাসা;
মানবিক হলো কই!
সাহসী মানুষ আজ হারিয়েছে প্রত্যাশা;
অনাহুত হইচই।


অনাচার অবিচার গুম খুন সন্ত্রাস;
ধর্ষিতা নারী কাঁদে।
এটমের দিন শেষ, প্রাণ কাড়ে ভাইরাস;
মানুষ আজ মহাফাঁদে।
জটিল তত্ত্বকথা পুঁথির পাতায় লেখা;
শোষণের উৎসব।
অসীম আকাশে ঘুরে কালো মেঘ কালো রেখা;
ব্ল্যাকহোলে খেলো সব।


হোক প্রতিবাদ, হোক প্রতিরোধ, সাম্যের হোক জয়;
কবিতা এগিয়ে চলো।
দেশকাল ছেড়ে কাঁটাতার ছিড়ে পৃথিবীতে  বরাভয়,
শান্তির কথা বলো।
আশা জাগানিয়া সব কবিতা শুনতে চাই;
ভাঙার পংক্তিমালা।
সমাজ ভেঙেই গড়ো সমাজের ভিতটাই;
নতুন এক পাঠশালা।


রচনাকাল: ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২১