দলবাজ কলবাজ ফলবাজ ছুটে;
কাড়ি কাড়ি টাকাকড়ি সোনাদানা লুটে।
ধ্বজভাঙা ধ্বজাধারী মানসিক রোগী;
গরু মারে গুরু আর জুতা দেয় যোগী।


মশা মাছি ভনভন করে সবখানে;
মাছি মারা কেরাণীরা মশা ধরে আনে।
ভটভটি চটপটই হাই রোডে চলে;
নেতা খেতা পাবলিক উঠে দলে দলে।


বীর সেজে ঘুরে ফিরে বনখেকো বাঘ;
ধবধবে সাদা ড্রেসে নেই কোনো দাগ।
মখমলে টলমল ধ্যানী মহাজন;
গদিতে লুটিয়ে পড়ে কারুনের ধন।


পাঞ্জাবী পায়জামা টাই স্যুট কোট;
চোটপাটে লুটপাটে সব একজোট।
কাসুন্দি ঘাটে বসে ইতিহাসবিদএ;
বাঁকা ইতিহাস তাই হয়নাকো সিধে।


সমাজ ব্যামোর ভারে শিরভাঙা বীর;
শিরদাঁড়া বাঁকা করে বসে থাকে স্থির।
সমাজপতিরা হলে রতিমুখো পতি;
কীটে ভরা নর্দমা কোথা পাবে গতি!


রচনাকাল: ঢাকা, ১৮ নভেম্বর ২০২১।