হলো না মিলন!
অপেক্ষায় থাকা শুধু দিনক্ষণ
গুনে গুনে,
আর প্রেমের আগুনে
জ্বলে জ্বলে।
ঝলমলে
এই পৃথিবীর মায়াময় স্মৃতি,
ভালোবাসা, প্রীতি
সব, সবকিছু বিসর্জন দিয়ে যাবো।
পাবো কি না পাবো,
এই ভাবনা আজ মিছে।
পিছে
নেই কোনো টান আর কারো।
ভাবতেই পারো,
এতো সহজেই হেরে গিয়ে
দুঃসহ স্মৃতি আর বিস্মৃতি নিয়ে
কেনো চলে যাবো বহুদূরে!


বড়ো ক্লান্ত আমি তোমার সন্ধানে ঘুরে ঘুরে। হয়তোবা আছো খুবই কাছে,
আমার দৃষ্টির আড়ালেই আনাচে-কানাচে;
নয়তোবা অনেক দূরের কোনো নিভৃত পল্লীতে।
আচম্বিতে
হলেও হতে পারে দেখা!


কাটে না সময় আর একা একা।
তাই,
আমার কবিতার কাছে দিয়ে যাই
হৃদয়ের সব কথামালা,
প্রাণঢালা।
কোনোদিনও যদি চোখে পড়ে,
নিয়ো পড়ে।


রচনাকাল: ঢাকা, ২৭ জুন ২০২০