'খাই খাই' করে শুধু খাদকের দলটা;
বিরোধীর পোষ্টেই ছুঁড়ে দেয় বলটা।
গোলকির ঠ্যাঙ ধরে কোলাব্যাঙ চাঙা;
হাঁটুতেই ল্যাঙ মেরে বলে,'হাঁটুভাঙা'।
গোলকির মাজা ধরে দেয় জোর ধাক্কা;
রেফারি বাজায় বাঁশি,বলে,'গোল পাক্কা'।


ততোক্ষণে লাঠি হাতে মাঠে আসে দর্শক;
মাথা ফেঁটে চৌচির, খুবই লোমহর্ষক।
এভাবেই শুরু রোজ, গুরু ভোজ করছেই;
আমখাওয়া জনতারা দলে দলে মরছেই।
কোন্দলে কোন্দলে যায় বুঝি দেশটা;
রসাতলে গমনের এই শেষ চেষ্টা!


রচনাকাল: ঢাকা, ১০ মার্চ ২০২৩।