মানুষের মাঝে যতো কুটিল-কুটিলা;
সমাজের বোঝা হয়ে করে যায় লীলা।
ভন্ড তপস্বী আর তপস্বিনীপ্রায়;
পরধন রীতিমতো লুটেপুটে খায়।


মানুষের মধ্যে থাকে সেই ধূর্তগুলো;
মানুষের দিব্য চোখে দিয়ে যায় ধুলো।
যুগ যুগ ধরে ধরে জন্ম-জন্মান্তরে;
এইসব কুলাঙ্গার জন্মে ঘরে ঘরে।


সমাজের পৃষ্ঠে করে ছুরিকার আঘাত;
আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখে করে কুপোকাত।
এদের কারণে মানুষ লাঞ্চিত হয়;
এদের কর্মে সবাই বঞ্চিত রয়।


কুটিল-কুটিলা রবে জগত-সংসারে;
ব্যস্ত রবে অশান্তির কাজকারবারে।
এসব ইতর থেকে হয়ো সাবধান;
নাহলে জীবন-মৃত্যু সমান সমান।


রচনাকাল: ঢাকা, ০৪ মার্চ ২০২৪।