আমজনতা কান্দে নাকি খেয়ে ঘোড়ার ল্যাঙ;
জানতে আমার বয়েই গেছে, আমি কুয়োর ব্যাঙ।


দাম বেড়েছে আনাজপাতির, সঠিক কিনা ভুল;
চিকেন মাটন কিনতে যেয়ে দেখছে সর্ষেফুল;
মাছবাজারে পিছলে পড়ে ভাঙছে নাকি ঠ্যাঙ।
জানতে আমার বয়েই গেছে, আমি কুয়োর ব্যাঙ।


ঘুষ না পেলে হুঁশ ফেরে না, ফাইল চলে ধীরে;
রিলিফ বোঝাই নৌকা নাকি ডুবলো এসে তীরে;
কোষাগারের টাকা লোপাট, কম্পিউটার হ্যাঙ।
জানতে আমার বয়েই গেছে, আমি কুয়োর ব্যাঙ।


তেলমারা সব চামচা-চেলার তেলের তেজারতি;
নেতার পিছে ঘুরেই নাকি হচ্ছে কোটিপতি;
খুশির চোটে আমার মতোই গাইছে ঘ্যাঙর ঘ্যাঙ।
জানতে আমার বয়েই গেছে, আমি কুয়োর ব্যাঙ।


দিনের আলোয় কালোবাজার বেজায় জমকালো;
পরের ধনের পোদ্দারিতে ব্যবসা নাকি ভালো;
পাবলিক ভাইর হাতে নাকি ভাঙ্গা হারিকেন।
জানতে আমার বয়েই গেছে, আমি কুয়োর ব্যাঙ।


রচনাকাল: ঢাকা, ২১ এপ্রিল ২০২২।