অমন করে তাকাতে নেই, বিদ্ধ হয়ে যাবে বিদগ্ধ হৃদয়।
তামাম পৃথিবী ঝলসে যেতে পারে তীক্ষ্ম সে শেলের আঘাতে।
তাজমহল চুরচুর হয়ে যাবে, একালের অষ্টম আশ্চর্যের নিখুঁত অবয়ব দেখে।


মোনালিসা ফিরে আসলো বুঝি এই পৃথিবীতে পূনর্বার!
রবীন্দ্রনাথ কি লিখবেন অমর কোনো কবিতা এ ছবি দেখে!
নজরুল বেপথু হবেন, জীবনানন্দ হারাবেন ভাষা!
আমি শুধু এটুকুই জানি,
আমার হৃদস্পন্দন থেমে যাবে।
আমি মরেই যাবো অনাগত সেই দিনটিতে;
যেদিন দেখা হবে, লাস্যময়ী!


রচনাকাল: মক্কা শরীফ, ১৯ আগস্ট ২০১৯।