লেজ নেড়ে নেড়ে গাছে গাছে ঘুরে মুখপোড়া  হনুমান;
তার কিসে সুখ জানে জ্ঞানীগুণী, বোকা করে অনুমান।
টাকা উড়ে যায় বিদেশে নিমেষে রাজকোষ খালি করে;
মাথা উঁচু করে দারোয়ান ঘুরে বুকখোলা জামা পরে।


নেংটার নেই লজ্জার ভয়, কাতুকুতু দিলে হাসে;
কোকিলের ডিম তা' দিয়ে ফোটায় কাক ফাল্গুন মাসে।
রানী মৌমাছি মৌচাকে শুয়ে করে যায় লীলাখেলা;
শ্রমিক মাছিরা ফুলে ফুলে ঘুরে মধু খুঁজে সারাবেলা।


রাজা খেলে পাশা অন্দরে বসে উপপত্নীর সাথে;
খোজা প্রহরীরা চামর দোলায় ঘেমে ঘেমে দিনে-রাতে।
আঙুলও ফুলে হয় কলাগাছ, কাদি কাদি পাকা কলা;
চোরে চুরি করে, অনেক লম্বা চোরের মায়ের গলা।


লজ্জায় রাঙা লজ্জাবতীরা শিশিরসিক্ত ভোরে;
লজ্জা পায় না বেহায়া, বেগানা রমনীর বাহুডোরে।
রঙ বদলায় গিরগিটি আর টিকটিকির খসে লেজ;
বিকেল হলেই সূর্য হারায় দুপুরের কড়া তেজ।


রচনাকাল: ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৩।