যাই কিছু  লিখি তার সব আমিই কি বুঝি !
আমিই জানি না আসলে আমি কি খুঁজি
কবিতার মাঝে। প্রেয়সীর প্রিয় সোনামুখ
নাকি তার ভালোবাসা। অসময়ে উন্মুখ
পাগলের মতো ছুটেইবা যাই কোনখানে।
নিজেই বুঝি না পিরীতির কোনো মানে।
প্রেম-পিরীতির দোলাচলইবা কারে কয়।
ব্যথাতুর মন কোথায় খুঁজে ফিরে আশ্রয়।
কার বুকে খুঁজে ফিরি সুখশান্তির নীরবতা।
কার কালো এলোচুলে ঢেউ তুলে স্নিগ্ধতা।
কেইবা আমাকে ডাকে রাত্রি গভীর হলে।
জ্বোনাকপোকারা মনের আঁধারে শুধু জ্বলে।
ছুটেইবা চলি কোন্ আলেয়ার আলো দেখে।
ফুলের পরাগ কেনো রাখি সারা অঙ্গে মেখে।
আলোছায়া আর আলো বা আঁধারীর মাঝে
কোন্ সুদূরের বাঁশরীর সুর শুধু কানে বাজে।
রাগে অনুরাগে যা মনে আসে তাই লিখে যাই।
শেষ গন্তব্য কোথায় তাও আমার জানা নাই।


রচনাকাল: ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০১৯