লজ্জা বলে পালাই পালাই, এইখানে আর থাকবো না ভাই;
শরম বলে কোথায় লুকাই, জংলী সেজে জঙ্গলে যাই।
দুষ্ট লোকের মিষ্ট কথা শুনতে ভালো লাগছে না আর;
অযোগ্যদের দখলে সব, বাড়ছে শুধুই লোভ-অনাচার।


মূর্খরা আজ বিশ্বসেরা বক্তৃতা আর জ্ঞান বিলানোয়;
শিক্ষিতরা গর্তে লুকায়, জান বাঁচাতে মাটিতে শোয়।
অল্পবিদ্যার হুলো বিড়াল বড়ো নেতা মসজিদে আজ;
টাকার জোরে সমাজটাতে ছড়ি ঘুরায় চাঁই মহারাজ।


বিচার-আচার আছাড় খেয়ে ডিগবাজি দেয় যেমনে খুশি;
উচিত কথা বলতে বারণ, চারণকবি গিলছে ভূষি।
তেলের দাম তো বাড়ছে রোজই, তেলবাজেরা মলম কিনে;
পাবলিক ভাই ফাটা বাঁশের মধ্যে ঢুকেও ডুবছে ঋণে।


রচনাকাল: ঢাকা, ০২ মে ২০২২।