লঙ্কাকান্ডে লঙ্কা ডুবে, লেজগোবরে হনুমান;
ভাসবে আবার ডুবোজাহাজ, সবটা আশা- অনুমান।
ঋণ করে ঘি খাওয়া ভালো, না যদি হয় বদহজম;
রক্তবমি হলে পরে হাড়মাংসও আলুর দম।


ছেড়া কাঁথায় শুয়ে শুয়ে কোটিপতি হওয়াই যায়;
কোটিপতির হঠাৎ ভুলে ছেড়া কাঁথাও আদর পায়।
ধরাটাকে সরা ভেবে জাঁকজমকে ভাসাও তরী;
নাস্তানাবুদ করে দেবে ইতিহাসের কালের ঘড়ি।


পান্তাভাতে কাঁচা লঙ্কা, একটু লবন হলেই হয়;
দূরের বাদ্য লাভ কি শুনে, মনের মধ্যে বাঘের ভয়।
নিজ ক্ষমতায় চলাই ভালো, আলুভর্তাও খেতে মজা;
প্রজাসকল কাজ করে খাও, ছাড়ো রাজা- উজির ভজা।


রচনাকাল: ঢাকা, ১৩ এপ্রিল ২০২২।