ঘরে কিংবা বাইরে বলো, লড়াই করেই বাঁচতে হবে;
নাচতে হলে ঘোমটা ছেড়ে নিজের পায়েই নাচতে হবে।


কেউ দেবে না পথের দিশা, অন্ধকারেই চলতে হবে;
জ্বালবে না কেউ প্রদীপ শিখা, নিজের আলোয় জ্বলতে হবে।


নিজ-অধিকার পেতে হলে ভয় না পেয়ে লড়তে হবে;
দিনে দিনে বাড়ছে দেনা, সব দেনা শোধ করতে হবে।


রচনাকাল: ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২০