মাছের মায়ের পুত্রশোক, কোন্ পাগলে বলে;
আন্ডাবাচ্চা খেয়ে খেয়ে মায়ের জীবন চলে!
মায়ের পায়ের তলায় বসে মাখেও যদি তেল;
টেকো মাথার উপর এসে পড়বে পাকা বেল।


ছেলে যদি বৌকে একটু বেশিই ভালোবাসে;
বৌ বড় না মা বড় সেই হিসেব চলে আসে।
মা বুঝে না বৌ ছেড়েছে নিজের বাবামাকে;
তার চরণে পানি ঢালে, তাকেই দেখে রাখে।


মা বড় ধন, তার দু'পায়ের নীচেই ছেলের সব;
মাকেও মনে রাখতে হবে সবই দেখেন 'রব'।
মায়ের মনে কষ্ট দিলে খোদার আরশ কাঁপে;
সব ইবাদত বিফলে যায় ছেলের অভিশাপে।


রচনাকাল: ঢাকা, ২৭ মে ২০২১।