মাঝ নদীতে ছলাৎ ছলাৎ দাঁড় বেয়ে যাও, মাঝি;
স্রোতের পানির উজান ঠেলে নৌকা বেয়ে চলো।


নদীর পার ভেঙেছে স্রোত, ভেঙেছে অনেক ঘর;
অমাবস্যায় আর পূর্ণিমায় দুরন্ত হয়েছে নদী।
ভরা বর্ষায় যৌবনাবতী রমণীর মতোই অশান্ত হয়েছে নদী;
বাঁকে বাঁকে শুধুই অস্থিরতা, শুধুই বাঁকবদল।


নির্ভয়ে দাঁড় টানো মাঝি, এখনই সময়;
ভরা বর্ষায় মাঝ নদীতে দাঁড় টেনে নৌকা বাও।


রচনাকাল: ঢাকা, ০১ অক্টোবর ২০২১।