সময় যে বয়ে যায় সময়ের স্রোতে
দিন ক্ষণ মাস গুণে এ জীবন হতে।
গাছ থেকে ফুল ফল ঝরে যায় যেনো;
বলতে পারে না কেউ কোথা যায়, কেনো!
অমৃতের সন্ধানে মৃতের মতোন
শূণ্যে বিলীন হতে লাগে কতোক্ষণ!


মাতৃজঠর হতে এইতো সেদিন
অালোর জগতে চোখ হয়েছে রঙিন।
দোলনায় দোলে দোলে মায়ের ভাষায়
কথা বলা, বুঝে উঠা কাঁদা'য়-হাসা'য়।
হাঁটি হাঁটি পা পা করে ঘরের বাহিরে;
প্রান্ত ছেড়ে প্রান্তে ঘুরে দেখা পৃথিবীরে।
শৈশব কৈশোরে থাকে স্বপনের ঘোর;
যৌবনে কোথা থেকে আসে মনচোর!
যুগলে যোজন পথ চলা হয় শুরু;
চোখ কান খোলা, বুক কাঁপে দুরুদুরু।
ঐশ্বর্য, যশ আর সুখের সন্ধানে
চলতে চলতে পথে থামা কতোখানে!


অবশেষে বার্ধক্যের দোরের গোড়ায়
দেহ টেনে নিয়ে যাওয়া দুঃখ-জরায়।
মনের আকুতি ফিরে যেতে পুনর্বার
শিশুকালে; শৈশবের আনন্দে আবার।
ফিরে দেখা জীবনের ভুলভ্রান্তিগুলো,
যাহা কিছু অর্জন। জমে থাকা ধুলো
সব মুছে দিতে চায় মন স্মৃতি হতে!
অকস্মাৎ ভেসে চলা সময়ের স্রোতে,
অস্তমিত সুর্যের কিরণেরই মতো
পৃথিবীর মায়া ছেড়ে ছুটা অবিরত।


রচনাকাল: ঢাকা, ১০ এপ্রিল ২০১৯